logo ১১ মে ২০২৫
বিচারপতিদের আনুতোষিক সুবিধা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ডিসেম্বর, ২০১৪ ১৫:০০:৪৯
image

ঢাকা: উচ্চ আদালতের বিচারপতিদের আনুতোষিক সুবিধা (রিট্যায়ারিং গ্র্যাচুইটি) বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইন মন্ত্রণালয়ের সুপ্রীম কোর্ট জাজেস (লিভ পেনশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডিন্যান্স অ্যাক্ট, ২০১৪ এর খসড়ার এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা  সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, সংশোধিত আইনে বিচারপতিদের আনুতোষিকের হার পরিবর্তনপূর্বক ২৩০ টাকার পরিবর্তে ২৬০ টাকা, ২১৫ টাকার পরিবর্তে ২৪৫ টাকা, ২০০ টাকার পরিবর্তে ২৩০ টাকা  করা হয়েছে।


গত ২৫ নভেম্বর আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের স্বাক্ষরে মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রস্তাবটি পাঠানো হয়।


এ বছরের ৩রা জুন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার-১  মোহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষরে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে দ্য সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) অর্ডিন্যান্স, ১৯৮২ সংশোধনের একটি চিঠি পাঠানো হয়।


ওই চিঠিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের গত বছরের ২৩ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন মূলে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের অবসর গ্রহণের পর প্রাপ্ত পেনশনের বাধ্যতামূলক সমর্পিত আনুতোষিকের হার পরিবর্তন করা হয়েছে।


(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এইচআর/এমএম)