যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ডিসেম্বর, ২০১৪ ২০:০৫:০২

ঢাকা: পেট্রোবাংলার পরিচালক মো. রফিকুল ইসলামকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক করা হয়েছে। এছাড়া যুগ্মসচিব পদে বেশ কয়েকজনকে নিয়োগ দেয়া হয়েছে ।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পৃথক সংক্রান্ত আদেশ জারি করা হযেছে।
আদেশে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হরিপ্রসাদ পাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক পদে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) আনিস উল হক ভূইয়া বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক পদে, বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক স্বপন চন্দ্র পাল ‘ঢাকা মহানগরীতে নতুন করে ১১টি উচ্চ মাধ্যমিক মডেল বিদ্যালয় ও ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা শাহ মো. আবু রায়হান আলবেরুনী খাদ্য অধিদফতরের আইন উপদেষ্টা পদে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) গোপাল কৃষ্ণ ভট্টাচার্য মালটি পারপাস সাইক্লোন সেল্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ ইউসুফ হারুন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব মো. আমজাদ আলী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণরত ওএসডি (যুগ্মসচিব) ড. মোল্লা জালাল উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ‘ঢাকা মহানগরীতে নতুন করে ১১টি উচ্চ মাধ্যমিক মডেল বিদ্যালয় ও ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মানিক চন্দ্র দে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব আবুল কাশেম মো. বদরুল মজিদ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব মানিক লাল বণিক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মহিউদ্দিন খান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন আবুল কালাম আজাদ খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুর রহমান মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মান্নান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব বেগম হোসনা আফরোজা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ দেয়া হযেছে।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এইচআর/এমএম)