প্রবাসীকল্যাণে নতুন সচিব,
৬ জেলায় নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৪ ১৫:৫১:৫৫
ঢাকা: খন্দকার ইফতেখার হায়দারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি এর আগে বিপিএটিসির রেক্টর ছিলেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের বর্তমান সচিব খোন্দকার শওকত হোসেনকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে। আর পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক একে এম আব্দুল আওয়াল মজুমদারকে বিপিএটিসির রেক্টর করা হয়েছে।
এদিকে দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোস্তফা কামালকে খুলনার ডিসি করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব শামসুল আরেফিনকে রাঙ্গামাটির ডিসি, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব জাহাঙ্গীর আলমকে বাগেরহাটের ডিসি, অর্থ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিজানুল হককে বান্দরবানের ডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহিমকে জয়পুরহাটের ডিসি, ঢাকা দিয়ারার সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে খাগড়াছড়ির ডিসি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এইচআর/এমএম)