জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৪ ২১:৩৩:৫২
ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামানকে জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থমন্ত্রণালয়।
আজ মঙ্গলবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওয়াহিদুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যলয়ের মুখ্য সচিব হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন।
এছাড়াও বিসিএস (প্রশাসন) ক্যাডারের সিনিয়র এই কর্মকর্তা পানি সম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান তথ্য ও যোগাযুক্তি মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এমএম/ এআর/ঘ.)