ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের সাময়িক দায়িত্ব পেয়েছেন কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। চেয়ারম্যান মো. বদিউজ্জামানের অনুপস্থিতিতে ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপালন করবেন তিনি।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়ায় এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১২(১) ধারা মতে চেয়ারম্যানের অনুপস্থিতিকালে সাময়িকভাবে দুদক চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কমিশনার মো. সাহাবুদ্দিন। এই আদেশে রাষ্ট্রপতির সম্মতি রয়েছে।
এবিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র গেছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। ১২ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/ ৮ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)