১৩ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৪ ১৬:৪৭:৩৬
ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের আলোচিত উপসচিব মালেকা খায়রুন্নেছাসহ ১২ উপসচিব পদে রদবদল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক এম এম তারিকুল ইসলামকে প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রণালয়ের উপসচিব করা হয়।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আফজাল হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব করা হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মিজানুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব করা হয়। শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মঈনুদ্দীন চৌধুরীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসনের উপপরিচালক খালেদ মামুন চৌধুরীকে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান এস্টেট ও আইন কর্মকর্তা করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এইচআর/এমএম)