logo ১০ মে ২০২৫
না.গঞ্জে ৭ খুন: জনপ্রশাসনের তদন্ত কমিটি প্রধান আবদুল হাকিম
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৪ ১৯:১৭:৩৬
image


ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আদালতের নির্দেশে গঠিত সরকারি তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হাকিম। মঙ্গলবার তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে চাঞ্চল্যকর এ সাত খুনের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে। শাহজাহান আলী মোল্লার পদোন্নতি ও পদায়ন হওয়ায় এই পরিবর্তন আনা হয়।

গত ৭ মে হাইকোর্টের নির্দেশে গঠিত ওই তদন্ত কমিটির প্রধানের হিসেবে দায়িত্ব পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লা। পরে গত ৯ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এএ/ এআর/ ঘ.)