logo ১০ মে ২০২৫
খালেদার সঙ্গে বৈঠক: যুগ্মসচিব জাহাঙ্গীর বাধ্যতামূলক অবসরে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৪ ১৫:৪৩:৪২
image

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠককারী যুগ্মসচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক সাক্ষরিত আদেশে বলা হয়েছে, তার চাকরি ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনা করেছে। এজন্য গণকর্মচারী (অবসর গ্রহণ) আইন, ১৯৭৪ এর ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।


জাহাঙ্গীর বিধি মোতাবেক অবসরজনিত সুবিধা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।


গত ৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তোলে।


সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা নিয়ে শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রশাসনের বর্তমান যেসব কর্মকর্তা বৈঠক করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এইচআর/এমএম)