logo ১০ মে ২০২৫
পদোন্নতি পেলেন ১২৪ এসআই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৪ ২১:৪২:১৪
image

ঢাকা: পুলিশ বিভাগে ব্যাপক সংখ্যক অফিসারকে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের মহা-পরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২৪ এসআইকে পদোন্নতি দিয়ে পরিদর্শক করে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।


এদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ৭ জনকে, ঢাকা রেঞ্জে ১০ জন, বরিশাল রেঞ্জে ১০ জন, সিলেট রেঞ্জে ৫ জন, রাজশাহী রেঞ্জে ২ জন, বাংলাদেশ নৌ পুলিশে ১৭ জন, রংপুর রেঞ্জে ৬ জন, টুরিষ্ট পুলিশে ১২ জন, আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএনে) ৩ জন, চাট্টগ্রাম রেঞ্জে ৮ জন, হাইওয়ে পুলিশে ২ জন, পুলিশের বিশেষ শাখায় (এসবিতে) ৬জন, খুলনা রেঞ্জে ৭জন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডিতে) ১০ জন, রাজশাহী মহানগর পুলিশে (আরএমপিতে) ২ জন, খুলনা মহানগর পুলিশে(কেএমপিতে) ৫ জন, পুলিশ ইনভেশটিগেশন ব্যুরোতে (পিআইবিতে) ১ জন, ইন্ড্রাট্রিয়াল পুলিশে ১ জন, বরিশাল মহানগর পুলিশে (বিএমপিতে) ১ জন ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপিতে ) ১ জনকে  পদোন্নতি দিয়ে বিভিন্নস্থানে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এএ/এমএটি/এৃআর/ ঘ.)