logo ১০ মে ২০২৫
“গভীর রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করিনি”
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৪ ১৯:২৭:০১
image

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে গভীর রাতে আমরা দেখা করিনি। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে আলাদা আলাদাভাবে দেয়া চিঠিতে এমন দাবি করেছেন গত ৪ ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করা কয়েকজন সরকারি কর্মকর্তা।


সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন বিশেষ ভারপ্রাপ্ত  কর্মকর্তার (ওএসডি) দেয়া এসব চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের।


এদিকে বৈঠকের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার কথা থাকলেও তা এখনো করা হয়নি। তার আগেই এসব চিঠি দেয়া হলো।


লিখিত আবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবাদত আলী বলেছেন, গত ৪ ডিসেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে আমি দেখা করেছি বলে অভিযোগ করা হচ্ছে।


আসলে গত ৪ ডিসেম্বরের আগে থেকেই আমি অসুস্থ ছিলাম। আমি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাই নি। হয়রানির জন্য আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হচ্ছে। বিষয়টি প্রশাসনের সুনাম ক্ষুন্ন করার জন্য করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এবাদত আলীর মতো আরও অনেক ওএসডি র্কমকর্তা লিখিতভাবে আবেদন করেছেন।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসেরের কাছে  গোয়েন্দা সংস্থাগুলো খালেদা জিয়ার সঙ্গে গভীর রাতে বৈঠক করা ৯ জন কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। ইতোমধ্যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


গত ৪ ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৈঠকে উপস্থিত সচিবালয়ের সেই ৯ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। ওই ৯ কর্মকর্তা-কর্মচারী হলেন- যুগ্ম সচিব (ওএসডি) এ কে এম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহাকারী সচিব (ওএসডি) এহসানুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (বর্তমানে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে) বাদিউল কবির, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম মিয়াজী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নুরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আব্দুল মান্নান ও এ কে এম হুমায়ুন কবীর, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী শহীদুল হক ও এজি অফিসের কর্মচারী আব্দুল মান্নান।


ইতোমধ্যে যুগ্মসচিব এ কে এম জাহাঙ্গীর হোসেনকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এইচআর/এআর/ ঘ.)