logo ১০ মে ২০২৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের চাকরির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৪ ১৮:০৬:৪০
image

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিলুফার আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়েছে সরকার।

সোমবার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

আদেশে বলা হয়, ২৭ ডিসেম্বর বা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় নিলুফার আহমেদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এদিকে অপর আদেশে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সদস্য সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 


(ঢাকাটাইমস/ ১৫ ডিসেম্বর /এইচআর/ এআর / ঘ./)