রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই নিবার্হী ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাটাইমস
১৭ ডিসেম্বর, ২০১৪ ১৮:১৩:১০
ঢাকা: রাজশাহীর বোয়ালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শাহ মো: কামরুল হুদাকে রাজউকের নিবার্হী ম্যাজিস্ট্রেট করে তাঁর চাকরি গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এছাড়া বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: মামুনুর রশিদকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বদলি করে তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এইচআর/ এআর / ঘ.)