আইসিবির এমডির মেয়াদ বাড়লো, গাজীপুরে নতুন এডিসি
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৮ ডিসেম্বর, ২০১৪ ১৯:০৬:৪৫
ঢাকা: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের(আইসিবি)ব্যবস্থপনা পরিচালক মো: ফায়েকুজ্জামানের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
এদিকে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সেবাস্টিক রেমাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
একই সাথে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেনকে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে। আদেশে উভয়কে নিজ নিজ জায়গায় আগামী ২৯ ডিসেম্বর যোগদান করতে বলা হয়েছে।
এছাড়া সচিবালয় শাখায় ন্যাস্ত সিনিয়র সহকারী সচিব বেগম পুর্শিয়া আক্তারকে সিনিয়র সহকারী সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এইচআর/এআর/ ঘ.)