logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৪ ১৮:৪৩:৪৫
image

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম মোখলেসুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম ফজলুল হককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদ্বয়কে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩১ ডিসেম্বর অপরাহ্নে তাদেরকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।


এছাড়া পৃথক আরেক আদেশে উপ-সচিব সৈয়দ নাসির এরশাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।


অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব বেগম উর্মি তামান্নাকে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ’ এর উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। ঝালকাঠি জেলার সহকারী কমিশনার বেগম সাঈকা সাহাদতকে ঢাকায় ন্যস্ত করা হয়েছে।


সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হককে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।   


(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এমএম)