logo ২০ মে ২০২৫
পুনর্গঠন হলো জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২২ ডিসেম্বর, ২০১৪ ১৯:৫৬:২৩
image

ঢাকা: অবশেষে আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানাকে চেয়ারম্যান করে ৯ সদস্যের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন করেছে সরকার।


গত ১৭ ডিসেম্বর অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


 হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.নূরুজ্জামানকে  পে-কমিশনের সদস্য করা হয়েছে। এ ছাড়া, পদাধিকার বলে কমিশনের সদস্যরা হচ্ছেন আইন কমিশনের সদস্য ড. এম. শাহ আলম, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন বিভাগের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার এবং ঢাকার জেলা জজ।


অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার পে-কমিশনের সচিবের দায়িত্ব পালন করবেন।


উল্লেখ্য, ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ে বিচারকদের পৃথক বেতন কাঠামো নির্ধারণের জন্য জুডিশিয়াল সার্ভিস ‘পে-কমিশন` গঠনের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। এ নির্দেশনার আলোকে ২০০৭ সালের ১৭ জুন ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন` গঠন করা হয়। এ কমিশন ২০০৮ সালের ১৩ এপ্রিল বিচারকদের আলাদা বেতন কাঠামো নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্যে সরকারকে সুপারিশ করে।


ওই কমিশন একই বছরের ২ জুন বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আলাদা বেতন স্কেল ও ভাতার বিষয়ে সুপারিশ করে। এতে জেলা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন স্কেল ৪০ হাজার টাকা, অতিরিক্ত জেলা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের ৩৬ হাজার টাকা, যুগ্মজেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের ৩৩ হাজার টাকা, জ্যেষ্ঠ সহকারি জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের ২৬ হাজার ৫০০ টাকা, সিলেকশন গ্রেডপ্রাপ্ত সহকারি জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের ২১ হাজার ৫০০ টাকা এবং সহকারি জজদের সর্বনিম্ন বেতন স্কেল ১৬ হাজার ৫০০ টাকা করার সুপারিশ করা হয়। এ ছাড়া সমপরিমাণ জুডিশিয়াল এলাউন্স, মহানগর ও জেলাভিত্তিক বাড়িভাড়া, মূল বেতনের সমপরিমাণ বছরে দুটি উৎসব ভাতা, প্রতি তিন বছরে মূল বেতনের সমপরিমাণ বিনোদন ভাতা ও ১৫ দিনের বিনোদন ছুটি, ৭০০ টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা, মূল বেতনের ৩০ শতাংশ পাহাড়ি ও দুর্গম এলাকার ভাতা সর্বোচ্চ ৩ হাজার টাকা, জেলা জজদের ৮০০ টাকা ও মুখ্য মহানগর হাকিম বা মুখ্য বিচার বিভাগীয় হাকিমদের ৪৫০ টাকা এবং জেলা জজদের জন্য ১ হাজার ২০০ টাকা ডোমেস্টিক এলাউন্স, প্রতি বছর ৫ হাজার টাকা পোশাক ভাতা, প্রতি মাসে ১ হাজার টাকা কর্মভার ভাতা, গাড়ির সুবিধা ও যাতায়াত ভাতা, টেলিফোন সুবিধা, চৌকি স্টেশনের বিশেষ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা ও আয়কর দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়।


ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এইচআর/এআর / ঘ.)