logo ১৯ মে ২০২৫
বিকেএসপির মহাপরিচালককে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ডিসেম্বর, ২০১৪ ১৯:২৫:১০
image

ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমাদুল হককে তার পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. এমাদুল হককে তার বর্তমান প্রেষণ পদ হতে প্রত্যাহারপূর্বক নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হলো।


(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এইচআর/এমএটি)