বিসিআইসির সচিবকে বরখাস্ত করা সুপারিশ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৪ ১৯:০০:২২

ঢাকা: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির সচিব তপন কুমার দত্তকে বরখাস্ত করার সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি লোক নিয়োগে অনিয়মের নানা তথ্য প্রমাণ তুলে ধরে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী সাংবাদিকদের জানান, বিসিআইসিতে বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে অনিয়মের পরিপ্রেক্ষিতে সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কারণ নিয়োগের মৌখিক পরীক্ষায় ফলাফল তিনবার ওয়েবসাইটে আপলোড করা হয়। একই ব্যক্তির সই করা ওই তিনটি তালিকার একটির সঙ্গে অন্যটির মিল নেই। অসৎ উদ্দেশ্যে বারবার ফল পরিবর্তন করা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে বিসিআইসির নিয়োগে সংঘটিত অনিয়মসহ সার্বিক কর্মকাণ্ড তদন্তে কমিটির সদস্য আবদুর রাজ্জাককে প্রধান করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়। সরেজমিনে তদন্ত করে সাব কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হবে। এ জন্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়। প্রাথমিক তদন্তে তার অনিয়ম প্রমাণিত হয়েছে।
বিসিআইসির স্থায়ী ও এডহক ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া একই পদ্ধতিতে করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ স্টিল করপোরেশনের সার্বিক কার্যক্রম তদন্তের জন্য শামীম ওসমানকে আহ্বায়ক করে এম এ মালেক এবং আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীকে সদস্য করে তিন মাসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়।
এ ছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সার্বিক কার্যক্রম তদন্তের জন্য একই সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
কমিটি সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শামীম ওসমান, আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এইচআর/এআর)