পুলিশের শীর্ষ পদে পরিবর্তন
আইজিপি শহিদুল, র্যাবে বেনজীর ও ডিএমপিতে আসাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৪ ১৭:০৪:৪০

ঢাকা: বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন শহীদুল হক। তিনি হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হবেন। শহীদুল হক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন।
এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদকে। তাঁর জায়গায় ডিএমপির নতুন কমিশনার হয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজ্জাম্মেল হক খান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান অবসরে যাওয়ায় ওই দুই পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে
নতুন পুলিশ প্রধান, র্যাব প্রধান ও ডিএমপি প্রধানের বাড়ি বৃহত্তর ফরিদপুরে। শহীদুলের বাড়ি শরীয়তপুরে, বেনজীরের বাড়ি গোপালগঞ্জে এবং আসাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে।
এছাড়া পৃথক আদেশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডিন পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহকে ডিজিএফআইয়ের ডিডিজি পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে। এ আদেশ ২৩ জুলাই ২০১৪ থেকে কার্যকর করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এমএম)