পাট অধিদপ্তরের নতুন ডিজি আবদুল মান্নান
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৪ ১৯:৫১:২৩

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুল মান্নানকে পাট অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
কুমিল্লায় বার্ডের মহাপরিচালক মশিউর রহমানকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হযেছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মো: হুমায়ুন করীর খানকে ভুমি সংস্কার বোর্ডের সদস্য করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) স্বপন কুমার রায়কে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক করা হয়েছে।
বগুড়াস্থ আর.ডি,এ-এর মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদকে কুমিল্লায় বার্ড-এর মহাপরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম মাহমুদা মিন আরাকে বঙ্গবন্ধু ফেলোশিফ অন এস,আই,সি,টি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মিয়া আব্দুল্লাহ মামুনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
এছাড়া হায়ার এ্যাডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম, এনডিসিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলামকে সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুর রহমান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
খুলনায় পদায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত বাগেরহাট মংলার উপজেলা নির্বাহী অফিসার মো. তবিবুর রহমানকে জাহানাবাদ সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এইচআর/এআর/ ঘ.)