বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে নতুন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৪ ১১:৪৫:০৬
ঢাকা:স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার রাতে এ ব্যাপারে একটি আদেশ জারি করা হয়েছে।
আলাদা আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. রবি-উর-রেজা সিদ্দিকীকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের পরিচালক করা হয়েছে।
আর বাংলাদেশ টেলিভিশনের পরিচালক যুগ্ম-সচিব মো. আমির হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এছাড়া স্বেচ্ছা অবসরের আবেদন করায় ওএসডি কর্মকর্তা (উপ-সচিব) মো. নজরুল ইসলামকে চাকরি থেকে অবসর দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নজরুল বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন বলে আদেশ বলা হয়েছে।
ঢাকাটাইমস/৩১ ডিসেম্বর/এইচআর/এআর/ ঘ.)