২২ জেলা ও দায়রা জজ পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৫ ১৮:১০:৩৭

ঢাকা : জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ২২ কর্মকর্তাকে রদবদলী করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলীকৃত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলীপূর্বক নিয়োগ দেয়া হয়েছে। বদলীকৃত কর্মকর্তাদের ৮ জানুয়ারি দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
সিলেটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানকে যশোরের জেলা ও দায়রা জজ; ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ; নওগাঁর জেলা ও দায়রা জজ খোন্দকার কামাল উজ জামানকে সিলেটের জেলা ও দায়রা জজ; রাজশাহীর মহানগর দায়রা জজ মো. আশরাফ হোসেনকে ঢাকার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক; লক্ষীপুরের জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদকে রংপুরের জেলা ও দায়রা জজ; ঢাকার প্রথম কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান মো. রফিকুল আলমকে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ; খুলনার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. আখতার হোসেনকে লক্ষীপুরের জেলা ও দায়রা জজ; মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিঞা মো. আলী আকবর আজিজীকে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ; ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. ইনামুল হক ভূঁইয়াকে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ; ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-৪ এর বিচারক মো. আরিফুর রহমানকে নওগাঁর জেলা ও দায়রা জজ; নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ লুৎফা বেগমকে নাটোরের জেলা ও দায়রা জজ; ঢাকার বিশেষ জজ আদালত নং-১০ এর বিশেষ জজ মো. জাফরুল হাসানকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ; খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইসমাইল হোসেনকে রাজশাহীর মহানগর দায়রা জজ; চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এর বিচারক মোসাম্মৎ ফজিলা বেগমকে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ; কুমিল্লার বিশেষ জজ শরীফ মোস্তফা করিমকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ; গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম ফাতেমা নজীবকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শামসুল আলম খানকে রংপুরের বিশেষ জজ; চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক মো. জাকির হোসেনকে প্রেষণে ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য; কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেসমিন আরা বেগমকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক; রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহির আলীকে প্রেষণে খুলনার শ্রম আদালতের চেয়ারম্যান; কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আফজাল হোসেনকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা এবং দিনাজপুরের বিশেষ জজ গোলাম আহমেদ খলিলুর রহমানকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পদে নিয়োগ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এইচআর/এমএটি)