logo ১০ মে ২০২৫
খালেদার সঙ্গে সাবেক সচিবদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জানুয়ারি, ২০১৫ ১৬:৫১:৫৯
image

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে গেছেন সাবেক সচিবদের একটি প্রতিনিধি দল।


রবিবার বিকেল ৪টার দিকে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বেগম জিয়ার কার্যালয়ে প্রবেশ করে।


সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। অন্য সদস্যরা হলেন ড. সবুর, ড. মাজহারুল, বিজয় কান্তি সরকার, সুজা উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম সাংবাদিকদের বলেন, ‘কাল ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কার্যালয় থেকে সমাবেশের উদ্দেশ্যে বের হবেন। সমাবেশ হবেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ম্যাডাম।’


(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এইচআর/এমএম)