সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন গোলাম মসিহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জানুয়ারি, ২০১৫ ২১:৩০:৫৪
ঢাকা: বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
গোলাম মসিহ সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
শহীদুল হককে সম্প্রতি মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম মসিহ আশির দশকে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে কাজ করেছেন।
বিরোধী দলে থাকা জাতীয় পার্টির তিন নেতা আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। আর পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ আছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে। ওই দলেরই একজনকে এবার বাংলাদেশের রাষ্ট্রদূত করল সরকার।
(ঢাকাটাইমস/ ২জানুয়ারি/ জেডএ.)