পেনশন মঞ্জুরের ক্ষমতা পেলেন ডিসি ও ইউএনও
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
০৯ জানুয়ারি, ২০১৫ ১৭:০৯:৪১

ঢাকা:প্রশাসনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন প্রকার ছুটি, পিআরএল ও পেনশন মঞ্জুরের ক্ষমতা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) হাতে দেয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রটি সকল মন্ত্রণালয়ের সচিবসহ বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, প্রশাসনে গতিশীলতা আনায়ন এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপেজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি, শ্রান্তি ও বিনোদন ছুটি, সাধারণ ভবিষ্য তহবিলের অগ্রিম মঞ্জুরি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের পিআরএল ও পেনশন মঞ্জুরির ক্ষমতা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপর অর্পন করা হয়েছে।
বিভাগীয় কমিশনারের ক্ষমতায় বলা হয়েছে, নিজ কার্যালয়ের নবম পঞ্চম গ্রেডভুক্ত প্রথম শ্রেণির কর্মকর্তা (ক্যাডার ও নন-ক্যাডার) এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের পঞ্চম গ্রেডভুক্ত অফিস প্রধান এবং পঞ্চম গ্রেডভুক্ত অন্যান্য কর্মকর্তারা ব্যক্তিগত/পারিবারিক কারণে ও সার্টিফিকেটের ভিত্তিতে অনাধিক তিন মাস পর্যন্ত গড়ে বেতনে দেশের অভ্যন্তরে অর্জিত ছুটি মুঞ্জরি ক্ষেত্রে বিভাগীয় কমিশনারা দিবেন।
এর আগে নিয়ম ছিল ঐসব কর্মকর্তাদের ছুটি সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিতে হবে। কিন্তু নতুন নিয়মে ছুটির আবেদনের অনুলিপি আবেদনকারী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। ছুটি মঞ্জুরের অনুলিপি নিয়োগকারী কর্তৃপক্ষকে প্রদান করতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এইচআর/এমএম)