রাশেদুলকে রসিকের ম্যাজিস্ট্রেট নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জানুয়ারি, ২০১৫ ১৭:২৯:২২
ঢাকা: বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) ইমরুল কায়েসকে সহকারী কমিশনার পদে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
লালমনিরহাট জেলার প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম তামান্না নাসরীন উর্মিকে সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এইচআর/এমএম)