logo ১০ মে ২০২৫
ডিপিডিসির কোম্পানি সচিব পেল বিচারিক ক্ষমতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জানুয়ারি, ২০১৫ ১৯:০৯:১০
image

ঢাকা: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি. এর কোম্পানি সচিব মোহাম্মদ মুনীর চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে ।


এছাড়া লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার  এলিনা আকতারকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেনকে একই প্রজেক্টে কাজ করার নিমিত্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে। সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের উপপরিচালক শরীফ মোর্তজা মামুনকে একই প্রজেক্টে সংযুক্তি দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/জানুয়ারি/এইচআর/এমএম)