logo ১০ মে ২০২৫
নিউরোসায়েন্সের ডা. জুলফিকারের চুক্তির মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৮ জানুয়ারি, ২০১৫ ১৮:০৩:৪৪
image

ঢাকা: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. জুলফিকার হাসানকে একই হাসপাতালের নিউরো অ্যানেসথেসিওলজি বিভাগে আরও একবছর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়েছে সরকার।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, ডা. মো. জুলফিকার হাসানের অবসর উত্তর ছুটি বাতিল করে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।


এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আনোয়ার হোসেনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগে একই পদে দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/৮ জানুয়ারী/এইচআর/এমএম)