প্রশাসনে ১৯ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জানুয়ারি, ২০১৫ ১৭:৪৯:৫১

ঢাকা : প্রশাসনে ১৯ উপসচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বেতন ও চাকরি কমিশনের উপসচিব সৈয়দ মজিবুল হককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, বেতন ও চাকরি কমিশনের উপ-সচিব দিল মোহাম্মদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফর রহমানকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ তায়েবুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মেহেদী হাসানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তসলিমা আখতারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মৃতি কর্মকারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মাহবুবুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ মোহাম্মদ নোমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক হামিদুল হককে বাংলাদেশ স্টেশনারী অফিস তেজগাঁওয়ে, ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালক এ বারেককে শিক্ষা মন্ত্রণালয়ে, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউটের উপসচিব এ জি এম মীর মশিউর আলমকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সচিব করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদ উদ্দিনকে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব এ কে এম মাসুদুজ্জামানকে বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম নীলুফার পান্নাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষের পরিচালক নুরুন নাহার হেনাকে জাতীয় মহিলা সংস্থার প্রকল্প পরিচালক পদে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শিবানী ভট্টাচার্যকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক করা হয়েছে। এ্রছাড়া সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব সৈয়দা নুরমহল আশরাফীকে বাণিজ্য মন্ত্রণালয়ে একই পদে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এইচআর/এমএটি)