logo ১০ মে ২০২৫
মংলা বন্দরে নতুন প্রধান প্রকৌশলী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমন
১১ জানুয়ারি, ২০১৫ ১৮:০৩:২৮
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মো. হালিমুর রহমানকে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।


এ ছাড়া মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল আবু হায়া মো. মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।


আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।


এছাড়া পৃথক আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মোহাম্মদ আজিজুর রউফকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং স্টোরের সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার পদে প্রেষণে কর্মরত ডা. ফাতিমা জেসমিনের বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব খাজা মিয়াকে সিঙ্গাপুরে  বাংলাদেশ হাইকমিশনার কমার্শিয়াল কাউন্সিলর পদে নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এইচআর/এমএম)