logo ১০ মে ২০২৫
৩ সরকারি কর্মকর্তা লিয়েনে বিদেশ যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জানুয়ারি, ২০১৫ ১৮:৫৪:১৬
image

ঢাকা: অর্থ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে এক বছরের জন্য লিয়েনে বিদেশে পাঠানো হচ্ছে।


তিন জনকেই তিনটি প্রকল্পে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। তবে এদেরকে কোন দেশে পাঠানো হচ্ছে সে ব্যাপারে কিছু বলা হয়নি।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এরা হচ্ছেন- অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রহিমা বেগম, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তারিকুল ইসলাম খান ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান।


(ঢাকাটাইমস/১২ জানুযারি/এইচআর/ এআর/ ঘ.)