logo ০৯ মে ২০২৫
এসপি কাহার আকন্দের চুক্তির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জানুয়ারি, ২০১৫ ১৬:০০:৪৮
image

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) আব্দুল কাহার আকন্দের চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করেছে সরকার।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এ বর্ধিত মেয়াদ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।


কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি।


বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বেও রয়েছেন কাহার আকন্দ।


এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কাছে ছিনতাইকারীদের হাতে নিহত যুগ্ম-সচিব নিকুঞ্জ বিহারী নাথ হত্যা মামলা, মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে নিহত সার্জেন্ট আহাদ মামলারও তদন্তের দায়িত্ব পালন করেছেন এ কর্মকর্তা।


বিগত চারদলীয় জোট সরকার তাকে চাকরিচ্যুত করে। আদালতের মাধ্যমে ৭ বছর পর ২০০৯ সালের ২৮ জানুয়ারি তিনি চাকরি ফিরে পান। তবে একদিন পর ২৯ জানুয়ারি তাকে যেতে হয় অবসরে। পরে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে নিযোগ পান তিনি। পরে তার চুক্তির মেয়াদ আরো কয়েক দফা বাড়ানো হয়।


কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পিডির মেয়াদ বাড়লো


কমিউনিটি ক্লিনিক (রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ) প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ডা. মাখদুমা নার্গিসের চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এ চুক্তিরভিত্তিক নিয়োগ কার্যকর হবে।


এদিকে রেলের ১৩ জন স্টেশন মাস্টারের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।


(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এইচআর/এমএম)