রেলের ১৩ স্টেশন মাস্টারের চুক্তির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জানুয়ারি, ২০১৫ ১৮:২৬:৩৭
ঢাকা:বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টার পদে ১৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।এছাড়া দুই সিনিয়র সহকারী সচিব পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
যাদের এক বছর মেয়াদ বাড়ানো হয়েছে তারা হলেন, নিপেন্দ্র চন্দ্র শাহা, মনোরঞ্জন মল্লিক, মহিউদ্দিন আহমেদ, বিনোদন সিংহ সামন্ত, মো. তফিজ উদ্দিন, আব্দুল মোতালেব, আহমোদ আইয়ুব, কাজী আজিজুর রহমান, সৈয়দুজ্জামান, মো. শাহজাহান মিয়া, মো. আবুল কাশেম, শাহজাহান আলী খান ও মাসুক আহমেদ।
এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. ঈদতাজুল ইসলামকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের একান্ত সচিব করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এইচআর/এমআর)