logo ১০ মে ২০২৫
সিভিল সার্ভিস পদকের মোড়ক উম্মোচন ২৫ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৫ ১১:৩৩:৫৪
image

ঢাকা:সরকারি কাজে, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজে গতি বাড়াতে আগামী ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রশাসনিক কাজে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী ঐ দিন সিভিল সার্ভিস পদকের মোড়কও উন্মোচন করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিল সার্ভিস পদক নীতিমালা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেন।


যোগ্য কর্মকর্তা বাছাই করে আগামী ২৩ সেপ্টেম্বর এই পদক  বিতরণের দিনক্ষণও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।


সরকার মনে করছে সিভিল সার্ভিস পদক চালু হলে কর্মকর্তারা কাজে নতুন করে প্রেরণা পাবেন। দায়িত্বের প্রতি মনোযোগ যেমন বাড়বে, তেমনি কাজে নতুন করে গতি আসবে। পদক প্রণোদনা হিসেবে কাজ করবে বলে মনে করছেন প্রশাসনের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তারা।


ব্যক্তিগত, দলগত এবং প্রাতিষ্ঠানিক এই তিন ক্যাটাগরিতে সিভিল সার্ভিস পদক দেয়া হবে। প্রশাসনের সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এ পদকের জন্য আবেদন করতে পারবেন। এতে থাকবে স্বর্ণপদক, নগদ অর্থ ও সম্মাননা।  


প্রধানমন্ত্রীর অফিস করার প্রসঙ্গ ছাড়াও এসব ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যোগাযোগ হয়েছে। 


এ দিকে প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ধোয়া মোছার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এ লক্ষ্যে কর্মকর্তাদের এসবি পাস নেয়ার তালিকা তৈরি করা হচ্ছে।


৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। এর পর থেকেই কাজে গতি বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ে অফিস করছেন এবং নানা দিক নির্দেশনা দিচ্ছেন।


সরকার গঠনের পর গত ৬ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। এরপর ১৬ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়ে, ১৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ৮ মে বেসমারিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, ১১ মে পানি সম্পদ মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয় , ১৮ মে তথ্য মন্ত্রণালয় এবং সর্বশেষ গত ২২ মে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে  অফিস করেন তিনি । এ ছাড়া স্বাস্থ্য পরিবার পরিকল্যান মন্ত্রণালয়, ‍গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় অফিস করেছেন প্রধানমন্ত্রী।


সূত্র জানায়, সাধারণ ও কারিগরি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিভিল সার্ভিস পদক দেয়া হবে। সে ক্ষেত্রে শ্রেষ্ঠ ব্যক্তিগত, দলগত ও প্রতিষ্ঠান বিশেষ অবদানের জন্য পুরস্কার পাবে। ব্যক্তিগত অবদানের জন্য সর্বোচ্চ ২১ ক্যারটের স্বর্ণপদক ও নগদ এক লাখ টাকা, দলগত অবদানের জন্য স্বর্ণপদক ও নগদ পাঁচ লাখ টাকা এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু পদক ও সম্মাননাপত্র দেয়া হবে। ব্যক্তিগত ও দলগত পুরস্কারের জন্য মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, দফতর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি প্রতিষ্ঠান এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। সরকারি যেসব প্রতিষ্ঠানে পুরস্কারের প্রথা আগে থেকে চালু আছে সেসব প্রতিষ্ঠান সিভিল সার্ভিস পদক পাবে না।জেলা পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে তিনটি করে মোট ৬টি পুরস্কার দেয়া হবে।


জেলা পর্যায়ে দলগত অবদানের জন্য নগদ তিন লাখ টাকা ও সম্মাননা এবং ব্যক্তিগত অবদানের জন্য পঞ্চাশ হাজার টাকা ও সম্মাননা দেয়া হবে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট থেকে এই ব্যয় নির্বাহ করা হবে। আবেদন ও বাছাই : পুরস্কার দেয়ার ক্ষেত্রে পূর্ববর্তী বছরের ক্যালেন্ডার অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের কার্যক্রম বিবেচনায় নেয়া হবে।


প্রতি বছর ৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন আহ্বান করা হবে। জেলা পর্যায়ে বাছাই ২৮ ফেব্রুয়ারির মধ্যে। ১০ জুন জেলা পর্যায়ের পদকের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হবে। জাতীয় পর্যায়ে ৩০ মে চূড়ান্ত করা হবে। পুরস্কার ঘোষণা করা হবে ২৩ জুন।


জেলা পর্যায়ে ডিসির, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের, সংস্থায় সংস্থা প্রধানের, মন্ত্রণালয়ে সচিবের, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবের এবং জাতীয় পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি পদকের আবেদন বাছাই ও মূল্যায়ন করে পদকের জন্য মনোনয়ন দেবেন।


(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এইচআর/এ্আর/ ঘ.)