ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হলেন অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন। এর আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) প্রধান ছিলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিসিএস পুলিশের ৮৪তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে অতিরিক্ত আইজিপি (প্রশিক্ষণ ও মানবসম্পদ) হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। এছাড়া খুলনা ও রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
(ঢাকাটাইমস/ ১৫ জানুয়ারি/ এইচএফ/ঘ.)