logo ০৯ মে ২০২৫
প্রশাসনে পদোন্নতির বৈঠক চলবে আরও তিনদিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটামস
১৫ জানুয়ারি, ২০১৫ ১৫:৫৩:৫৫
image

ঢাকা: প্রশাসনে তিন স্তরের পদোন্নতি নিয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ডের  (এসএসবি) জরুরি বৈঠক প্রথম দিনের মত শেষ হয়েছে।  আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুইঞার সভাপতিত্ব বৈঠকটি পৌনে একটায়  শুরু হয়ে পৌনে পাঁচটায় শেষ হয়। তবে এ বৈঠক আরও তিনদিন চলবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


এসএসবির বৈঠকের খবরে সচিবালয়ে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে গ্রুপিং ও যোগাযোগ বেড়ে গেছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রশাসনের এই পদোন্নতি সংক্রান্ত জরুরি বৈঠক নতুন করে অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


অতীতে দেখা গেছে, যখনই পদোন্নতি দেয়া হয়েছে বঞ্চিত ও ক্ষুব্ধদের পাল্লা ভারী হয়েছে। আর সে কারণে এই বৈঠক নিয়ে অস্থিতিশীলতার আশঙ্কাও জোরালো হচ্ছে ।


প্রশাসনে বর্তমানে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব- এ তিনটি স্তরে পদোন্নতির প্রক্রিয়া চলছে। তিনটি স্তরেই নতুন করে ব্যাপক সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির উদ্যোগ নেয়া হয়েছে। যদিও প্রত্যেকটি স্তরেই পদের চেয়ে কর্মকর্তা আছে বেশি।


বর্তমানে অতিরিক্ত সচিব পর্যায়ে ১০৮টি পদের বিপরীতে কর্মকর্তা আছেন ২৬৬ জন, যুগ্মসচিব পর্যায়ে ৪৩০টি পদের বিপরীতে কর্মকর্তা আছেন ৮৯৩ জন এবং ৮৩০টি উপসচিব পদের বিপরীতে কর্মকর্তা আছেন ১ হাজার ২শ’ ৮৭ জন।


সূত্রমতে, জনপ্রশাসনের এই পদোন্নতিকে  কেন্দ্র করে নানা রকমের সমস্যার সৃষ্টি হয়েছে। প্রশাসনে অস্থিতিশীলতার আশঙ্কা। অর্থাৎ এর প্রতিক্রিয়া কি হতে পারে তা নিশ্চিত নয়।


দ্বিতীয়ত, এমনিতেই প্রত্যেকটি স্তরে পদের চেয়ে অতিরিক্ত কর্মকর্তার সংখ্যা অনেক বেশি। নতুন করে কোন স্তরে কতজনকে পদোন্নতি দেয়া হবে, কারা পদোন্নতি পাবেন- সে ব্যাপারে এখনো প্রাথমিক কোনো আভাস পাওয়া যায়নি।


এদিকে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রশাসনে এই পদোন্নতি সরকারকে অস্থিতিশীলতার নতুন ঝুঁকিতে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


অতীতে দেখা গেছে, যখনই পদোন্নতি দেয়া হয়েছে বঞ্চিত ও ক্ষুব্ধদের পাল্লা ভারী হয়েছে।  এবার অবশ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অতীতে যারা পদোন্নতি থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে যারা পদোন্নতির যোগ্য- সবাইকে পদোন্নতি দেয়া হবে। অর্থাৎ যুক্তিসঙ্গত কারণ ছাড়া (বিভাগীয় মামলা প্রভৃতি) কাউকে বাদ দেয়া হবে না। কিন্তু, এ ক্রাইটেরিয়া পুরোপুরি অনুসরণ করতে গেলে পদোন্নতি প্রত্যাশী প্রভাবশালী কর্মকর্তাদেরকে বিবেচনায় আনা সম্ভব নয়।


আর এরইমধ্যে এদেরকে ধারণাগত জ্যেষ্ঠতা না দিয়ে প্রশাসনে পদোন্নতি সংক্রান্ত এসএসবির এই বৈঠকের কারণে অস্থিতিশীলতার আশঙ্কা আরো জোরালো হচ্ছে। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ কমিটির সদস্যরা উপস্থিত আছেন।


(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এইচআর/এমএম)