এডিসি হলেন ৮ ইউএনও
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জানুয়ারি, ২০১৫ ১৭:৫৭:১৯

ঢাকা: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ থেকে আট জনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) করা করা হয়েছে।
রবিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ সব কর্মকর্তারা হলেন, পঞ্চগড় সদর উজেলার নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দিকীকে চাপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। বরিশাল মেহেন্দীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মোহ্ম্মদ জাকিকে মাদারিপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষেশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেনকে ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
কুষ্টিয়া জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাককে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলামকে মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
ঝালকাটি জেলার কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার আবূল বাশার মো: আমির উদ্দিনকে ফিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
ময়মনসিংহ জেলার তাড়াকান্দা উপজেলার নির্বাহী অফিসার মো: আলমগীরকে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো: মহিউদ্দিন খানকে ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারী/এইচআর/এমএম)