logo ২৪ মে ২০২৫
ইউএনও হলেন ১৬ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জানুয়ারি, ২০১৫ ১৯:০০:১২
image

ঢাকা: প্রশাসনে ১৬ জন সিনিয়র সহকারী কমিশনারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।


বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজাউল করিমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মাঈন উদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আল আমিনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: শফি উল্লাহকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার আলমগীর কবিরকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাসউদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


ঢাকার কেরাণীগঞ্জ রেভিনিউ সার্কেল(দক্ষিণ) সহকারী কমিশনার মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারীকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার মো. সামিউল মাসুদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নওগা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহেদ পারভেজকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কায়ছারুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নজরুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আশেক হাসানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার সন্দ্বীপ কুমার সরকারকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দ এনামুল কবিরকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


আরপিএটিসি খুলনার সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এইচআর/এমএম)