logo ০৯ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জানুয়ারি, ২০১৫ ১৮:০১:৫৩
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাইদ হাসান চৌধুরীকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ( বিইউপি) কন্সালট্যান্সি অ্যান্ড রিসার্চ সেলের অ্যাসিস্টান্ট ডিরেক্টর পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষামন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


একই সাথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রোগ্রামার (আইটি শাখা) পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মো: মোসাদ্দেক খানকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে নেয়া হয়েছে।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো: নুরুল আমিনকে রপ্তানী উন্নয়ন ব্যুারোর উপপরিচালক করা হয়েছে।


পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন একটি বাড়ি একটি খামার শীর্ষক প্রকল্পের উপ প্রকল্প পরিচালক পদে প্রেষণে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. মো: জয়নুল আবেদীন সরকারকে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইদুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়নের জন্য সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়নের জন্য সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এইচআর/এমএম)