৯ সিনিয়র সহকারী সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৫ ১৯:৩২:১৮

ঢাকা: সিনিয়র সহকারী সচিব পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এম কাজী এমদাদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহমুদুল কবীর মুরাদকে একই বিভাগের সচিবের একান্ত সচিব পদে দেয়া হয়েছে ।
বিদ্যুৎ বিভাগের সচিবের একান্ত সচিব মোহাম্মদ ইকতিদার আলমকে সিনিয়র সহকারী সচিব পদে বিদ্যুৎ বিভাগে দেয়া হয়েছে ।
রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক নিরোদ চন্দ মন্ডলকে একই পদে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ-প্রধান (সিনিয়র সহকারী সচিব) তোফাজ্জল হোসেনকে সহকারী ভুমি সংস্কার কমিশনার পদে দেয়া হয়েছে।
প্রাইভেটাইজেশন কমিশনের উপপরিচালক মামুনুর রশীদকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-বর্জ ব্যবস্থাপক পদে দেয়া হয়।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসানকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের(বেজা ) উপ-প্রকল্প পরিচালক করে তার চাকরি প্রধানমন্ত্রী কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র উপ-পরিচালক শীলাব্রত কর্মকারকে বিসিএস প্রশাসন একাডেমীর উপপরিচালক পদে দেয়া হয়েছে।
এছাড়া সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আ, ন, ম, তরিকুল ইসলামকে ভূমি রের্কড ও জরিপ অধিদপ্তরের প্রেস অফিসার পদে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এইচআর/এআর/ ঘ.)