logo ২৮ মে ২০২৫
৮ সহকারী কমিশনার (ভূমি) পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জানুয়ারি, ২০১৫ ২২:৩১:২৫
image

ঢাকা: বিসিএস প্রশাসন ক্যাডারের আট সহকারি কমিশনারকে (ভুমি) বদলি করে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।এছাড়া দুই সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। পদায়নকৃত ৮ সহকারী কমিশনারের মধ্যে এ,এইচ এম জামেরী হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(সহকারী সচিব)পদে দেয়া হয়। রেহানুল হককে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে পদায়ন হয়েছে। মোহাম্মদ  জাহিদ আখতারকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পদে দেয়া হয়েছে।


গাজী তারিক সালমানকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পদে দেয়া হয়েছে।


তাছলিমা আক্তারকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পদে দেয়া হয়েছে।


মো: জামিরুল ইসলামকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পদে দেয়া হয়েছে।


আশ্রাফ আহমেদ রাসেলকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পদে দেয়া হয়েছে।


বিদর্শী সন্বৌধি চাকমাকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পদে দেয়া হয়েছে।


ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল কাদির মিয়াকে শারীরিক অসুস্থতাজনিত কারণে জনপ্রশসন মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে দেয়া হয়েছে।


এছাড়া সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব বেগম শবনম মোস্তারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরীকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/১৯ জানুয়ারী/এইচআর/এআর/ ঘ.)