নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন দুই অধ্যাপক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জানুয়ারি, ২০১৫ ১৬:৪১:৩৬
ঢাকা: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য পদে দুই অধ্যাপকসহ তিন জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মালেককে চার বছর মেয়াদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক সদস্য মাজেদা বেগমের অবসর উত্তর ছুটি বাতিল করে চার বছরের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এইচআর/এমএম)