logo ০৯ মে ২০২৫
নাজমুল আনামকে বেবিচকের পরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৫ ১৭:৩৪:৫৭
image

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম নাজমুল আনামকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশন) পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশন) পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার এম মিনহাজ উদ্দিনকে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের স্কীপার পদে নিয়োগ দেয়া হয়েছে।


বাংলাদেশ নৌ বাহিনীর লে. এম জাফর ইমামকে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের ২য় প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয়েছে।


বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তা এম শহিদুল ইসলামকে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের কনিষ্ঠ প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এইচআর/এমএটি)