পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৭ জানুয়ারি, ২০১৫ ১৮:৪৯:২৭

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে প্রেষণে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী(চলতি দায়িত্ব) আব্দুল বাকী মিয়াকে প্রত্যাহার করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দেয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মুহাম্মদ শফিকুর রহমানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মাহে আলম ভূঞাকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক করা হয়েছে।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক মো: ইমান আলীকে বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ পরিচালক করা হয়েছে।
স্বাক্ষ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি প্রধান সেলের উপপরিচালক পদে প্রেষণে কর্মরত তথ্য ক্যাডারের কর্মকর্তা সাঈদুজ্জামানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করে তথ্যমন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশন কার্যালয়ের সহকারী কমিশনার বেগম শম্পা কুন্ডকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এইচআর/এআর/ ঘ.)