প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ফখরুল ওএসডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জানুয়ারি, ২০১৫ ১৫:০৬:২৭
ঢাকা: প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ফখরুল ইসলামকে বর্তমান পদ থেকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ গত ২৬ জানুয়ারি তারিখে প্রকাশ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ফকরুল ইসলামকে অবসর সুবিধাদি প্রদানের সুবিধার্থে বর্তমান পদ থেকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) নিয়োগ করা হয়েছে। আদেশটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এদিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কাশেমকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এইচআর/এমএম)