logo ০৯ মে ২০২৫
এনএসআই পরিচালক ও ৭ ইউএনও পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জানুয়ারি, ২০১৫ ১৮:৪৬:০৫
image

ঢাকা: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক এবং মাঠ প্রশাসনের ৭ ইউএনও পদে রদবদল করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর আলম পিএসসিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


আর বর্তমান এনএসআই পরিচালক (প্রেষণে কর্মরত) ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমানকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনীতে প্রত্যার্পণ করা হয়েছে।


এছাড়া মাঠ প্রশাসনে সাত উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক-পৃথক আদেশ জারি করা হয়েছে।


মাঠ প্রশাসনে ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার নুরুল করিম ভুঁইয়াকে চার্জ অফিসার হিসেবে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৪ শাখায় ন্যস্ত করা হয়েছে।


চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার মো. সামিউল মাসুদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজাউল করিমকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আসমা আরা বেগমকে নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উল্লাহকে নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মীর আব্দুল আউয়াল আল মেহেদীকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


এ ছাড়া কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. তবিবুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এইচআর/এমএটি)