logo ০৯ মে ২০২৫
আইজি ব্যাজ পেল ১৬৪ পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জানুয়ারি, ২০১৫ ১৯:১৮:৩৫
image


ঢাকা: পুলিশ সপ্তাহ-২০১৫ এর বিভিন্ন আয়োজনের মধ্যে আজ বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয় আইজি ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান মালামাল উদ্ধার অভিযানের পুরস্কার বিতরণ। বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম আইজি ব্যাজ প্রাপ্তদের ব্যাজ পরিয়ে দেন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ ইউনিটের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

২০১৪ সালে প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি হিসেবে ১৬৪ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আইজি ব্যাজ’ দেওয়া হয়।

শিল্ড প্যারেডের ফাইনাল প্রতিযোগিতায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন দল প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। দ্বিতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং তৃতীয় স্থান লাভ করেছে যৌথ মেট্রোপলিটন পুলিশ দল।

কুচকাওয়াজে প্রথম হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং তৃতীয় যৌথ মেট্রোপলিটন পুলিশ দল। সেরা কন্টিনজেন্ট কমান্ডার নির্বাচিত হয়েছেন যৌথ মেট্রোপলিটন পুলিশ দলের কমান্ডার সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ২০১৪ সালে সাফল্যের স্বাক্ষর রাখায় ৫ গ্রুপে বিভিন্ন পুলিশ ইউনিটকে পুরস্কার প্রদান করা হয়েছে। ক গ্রুপে প্রথম হয়েছে কুমিল্লা জেলা, দ্বিতীয় চট্টগ্রাম জেলা এবং তৃতীয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। খ গ্রুপে প্রথম যশোর জেলা, দ্বিতীয় ঢাকা জেলা এবং তৃতীয় ফেনী জেলা। গ গ্রুপে প্রথম রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং তৃতীয় রাজবাড়ী জেলা। ঘ গ্রুপে প্রথম র‌্যাব-৮ বরিশাল, দ্বিতীয় র‌্যাব-৯ সিলেট এবং তৃতীয়   র‌্যাব-৭ চট্টগ্রাম। ঙ গ্রুপে প্রথম হয়েছে গোয়েন্দা বিভাগ-ঢাকা মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয় মিরপুর বিভাগ-ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তৃতীয় তেজগাঁও বিভাগ-ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

২০১৪ সালে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ক গ্রুপে রেলওয়ে চট্টগ্রাম প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় এবং কুমিল্লা জেলা তৃতীয়। খ গ্রুপে কক্সবাজার প্রথম, ব্রাহ্মণবাড়িয়া জেলা দ্বিতীয় এবং নারায়ণগঞ্জ জেলা তৃতীয়। গ গ্রুপে লালমনিরহাট জেলা প্রথম, জয়পুরহাট জেলা দ্বিতীয় এবং মদারীপুর জেলা তৃতীয়। ঘ গ্রুেেপ র‌্যাব-৫ প্রথম, র‌্যাব-৭ দ্বিতীয় এবং র‌্যাব-২ তৃতীয়। ঙ গ্রুপে গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম, মিরপুর বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় এবং ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে।

২০১৪ সালে চোরাচালান মালামাল উদ্ধারে ক গ্রুপে ৮ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রথম, রেলওয়ে চট্টগ্রাম দ্বিতীয় এবং বগুড়া জেলা তৃতীয়। খ গ্রুপে যশোর জেলা প্রথম, ফেনী জেলা দ্বিতীয় এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ তৃতীয়। গ গ্রুপে রাজবাড়ী জেলা প্রথম, লালমনিরহাট জেলা দ্বিতীয় এবং জয়পুরহাট জেলা তৃতীয়। ঘ গ্রুপে র‌্যাব-৫ প্রথম, র‌্যাব-৭ দ্বিতীয় এবং   র‌্যাব-৩ তৃতীয়। ঙ গ্রুপে গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম, উত্তরা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় এবং গুলশান বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে।      

(ঢাকাটাইমস/ ২৯ জানুয়ারি/এএ/এমএম)