logo ০৮ মে ২০২৫
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন নির্বাচন
জয়নাল সভাপতি, মহাসচিব কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:৪৬:৪৩
image

ঢাকা:তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ জয়নাল আবেদীন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স. ম. গোলাম কিবরিয়া মহাসচিব নির্বাচিত হয়েছেন|


বৃহস্পতিবার এসোসিয়েশনের নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করা হয়। পরিষদের অপর সদস্যরা হলেন- সহসভাপতি শচীন্দ্র নাথ হালদার এবং এ এম মোতাহের হোসেন, যুগ্মমহাসচিব- ফায়জুল হক এবং এ কে এম আজিজুল হক| কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, আন্তঃসার্ভিস সচিব মোঃ শাহেদুর রহমান, প্রচার প্রকাশনা ও প্রশিক্ষণ সচিব মোঃ মমিনুল হক, কল্যাণ ক্রীড়া ও সংস্কৃতি সচিব প্রণব ভট্টাচার্য্য এবং দপ্তর সচিব ডালিয়া ইয়াসমিন|


নির্বাহি সদস্যরা হলেন-তছির আহাম্মদ, এ কে এম শামীম চৌধুরী, মোহাম্মদ ইসতাক হোসেন, ফেরদৌসী বেগম, মোহাম্মদ ফখরুল ইসলাম, সুফি আব্দুল্লাহিল মারুফ ও শেখ ওয়ালিদ ফয়েজ| ২০১৫-২০১৬ মেয়াদের জন্য এ কমিটি নির্বাচিত হয়েছে| নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক হামিদা খানম| কমিশনের অপর দু’জন সদস্য ছিলেন একই অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান ও মোঃ ইয়াকুব আলী|


(ঢাকাটাইমস/১ ফেব্রুয়ারি/এইচআর/এআর/ ঘ.)