প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:১৯:০২

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিদ্যুৎ বিভাগের ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সফিকুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ‘বেগমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেক আদেশে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ আহমেদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাবের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আরেক আদেশে সিলেট সিটি করপোরেশনের সচিব মো. লুৎফর রহমানকে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক আরেক আদেশে শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) মো. আনোয়ার হোসেনকে একই পদে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এইচআর/এমএম)