logo ১৯ মে ২০২৫
চার এডিসি পেলেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:৩০:৩০
image

ঢাকা: গাজীপুর, নড়াইল এবং বান্দরবান জেলার চারজন এডিসিকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।


আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এসব কর্মকর্তারা হলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন ও এস এম মোস্তফা কামাল, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুণ-অর রশিদ এবং নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রায়হান কাওছার। হারুণ=অর রশিদকে বান্দরবান পার্বত্য জেলায় এবং রায়হান কাওছারকে সমগ্র নড়াইল জেলার ক্ষমতা দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এইচআর/জেবি)