logo ০৮ মে ২০২৫
ইউএনও হলেন সাত কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:১৫:৩৭
image

ঢাকা: প্রশাসনে সাত সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমা আরা বেগমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবুল কাশেম মুহাম্মদ শাহীনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাইফুল ইসলামকে বরিশাল বিভাগে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হাই মিল্টনকে বরিশাল বিভাগে একই পদে ন্যস্ত করা হয়।


ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম নীলিমা আফরোজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার মুহাম্মদ রফিকুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৯ ফেব্রুয়ারি/এইচআর/এমআর)